
কুসুম্বা মসজিদের ঐতিহ্য ও ইতিহাস…….
বরেন্দ্র জনপদের নওগাঁ জেলার বৃহত্তম উপজেলা মান্দায় অবস্থিত ঐতিহাসিক কুশুম্বা মসজিদ সুলতানী আমলের একটি উজ্জ্বল
হাই!
সবাই কেমন আছেন?
পেইন্টার জিসান ওয়েবসাইটে আপনাকে স্বাগতম!
বাংলাদেশী চিত্রশিল্পী
পেইন্টার জিসান ( জন্ম:২১ ডিসেম্বর ১৯৯৭)
একবিংশ শতাব্দীর একজন বিখ্যাত তরুণ বাঙালি চিত্রশিল্পী। তার প্রকৃত নাম মো: মাসুম বিল্লাহ। জিসান তার ডাক নাম। শিল্পী নিজকে পেইন্টার জিসান বলে পরিচয় দিতে বেশি পছন্দ করতেন । সে জন্য সবাই তাকে পেইন্টার জিসান নামে চেনে। মাত্র ১৯ বছর বয়সেই তিনি চিত্রশিল্পী হিসাবে নিজকে আত্মপ্রকাশ করেন। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে বিবেকহীন মাথা, সুখী দম্পতি, হিংস্র মানব, অভিমান, থ্রি ড্যান্সিং গার্ল, আবেগ, কালার কম্পোজিশন-১, কালার কম্পোজিশন-২ , কালার কম্পোজিশন-৩, নদীর পাড়ে বস্তীবাসী ইত্যাদি।
পেইন্টার জিসান ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর সাতক্ষীরা জেলার বৈকারী গ্রামে জন্ম গ্রহণ করেণ। বাবা ফজর আলী ছিলেন একজন কৃষক, মা ফাতেমা খাতুন গৃহিনী। চার ভাই এর(কোন বোন নাই) মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পড়াশোনার হাতেখড়ি পরিবারের অভ্যন্তরীণ পরিমণ্ডলেই। খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করতেন।পাঠ্য বইয়ের বিভিন্ন ছবি দেখে তা সহজেই অঙ্কন করে ফেলতেন তিনি এবং সেগুলো তার বাবা-মা ও শিক্ষকদের দেখাতেন। তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে শিল্পী ছবি আঁকার প্রতি আরও মনোযোগী হন। মাত্র ১৯ বছর বয়সে তিনি চিত্রশিল্পী হিসাবে নিজকে আত্মপ্রকাশ করেন। শিল্পী পেইন্টার জিসান ২০১৩ সালে বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি এবং শহীদ স্মৃতি কলেজ থেকে ২০১৬ সালে এইচ. এস. সি প্রথম শ্রেণিতে পাশ করেন। তিনি ২০১৬-১৭ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২য় ব্যাচে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। সেখানে তিনি সফলতার সাথে উত্তীর্ণ হন এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের চিত্রকলা গ্রুপে অধ্যায়ন শুরু করেন। ২০২০ সালে তিনি বি.এফ.এ ( অনার্স) সম্মান এবং ২০২১ সালে এম.এফ.এ(মাস্টার্স) ডিগ্রী প্রথম শ্রেণিতে অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে শ্রেষ্ট শিক্ষার্থী হিসাবে তিনি একাধিকবার মেধাবৃত্তি পান। পড়াশোনার পাশাপাশি তিনি সেবামূলক কাজে বেশ পটু ছিলেন। তারই ধারাবহিকতায় শিল্পী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল অব্দি তিনি সেবামূলক কাজ করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপে ২০১৯ সালে ইউনিট কাউন্সিলে ভাণ্ডার সম্পাদক, ২০২০ সালে যুগ্ম-সাধারণ সম্পাদক, ২০২২ সালে সহ-সভাপতি এবং ২০২৩ সালে সভাপতির দায়িত্ব পালন করেন। রোভার স্কাউটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য তিনি শ্রেষ্ট রোভার পদক অর্জন করেন। এছাড়াও সামাজিক উন্নয়ন মূলক কাজে অবদান রাখার জন্য তিনি একাধিক পুরুষ্কার ও সুনাম অর্জন করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যায় থেকে পড়াশোনা শেষে করে শিল্পী পেইন্টার জিসান ক্রিয়েটিভ ট্রেনিং এ্যাণ্ড মেডিকেল ইন্সটিটিউটের চারুকলা বিভাগে ট্রেড ইন্সট্রাক্টর(ফাইন আর্টস) হিসাবে চাকরি জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঐ বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ত্বও পালন করেছেন। ২০২৪ সালে তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এ এ্যাডভান্সড সার্টিফিকেট ইন ফাইন আর্টস কোর্সের প্রশ্নকর্তা, প্রশ্ন মডারেশন,পরীক্ষক এর দায়িত্ত্ব পান। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চারুকলা বিষয়ের সিলেবাস তৈরিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চারুশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাকে শ্রেষ্ট শিক্ষক পদক প্রদান করা হয়। এছাড়াও তিনি জিসান আর্ট একাডেমি নামে নিজস্ব একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি চারুশিক্ষার প্রসারে নিবেদিত প্রাণ ছিলেন।
তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে বিবেকহীন মাথা, সুখী দম্পতি, হিংস্র মানব, অভিমান, থ্রি ড্যান্সিং গার্ল, আবেগ, কালার কম্পোজিশন-১, কালার কম্পোজিশন-২ , কালার কম্পোজিশন-৩, নদীর পাড়ে বস্তীবাসী ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। তার চিত্রকর্মের সংখ্যা এখন অব্দি ২০০০ হাজারেরও বেশি।
বাংলাদেশী চিত্রশিল্পী
বাংলাদেশী চিত্রশিল্পী
পেইন্টিং
ডেলিভারি
পেন্ডিং
বাংলাদেশী চিত্রশিল্পী
আপনার পছন্দের চিত্রকর্মটি বাছাই করুন!
বরেন্দ্র জনপদের নওগাঁ জেলার বৃহত্তম উপজেলা মান্দায় অবস্থিত ঐতিহাসিক কুশুম্বা মসজিদ সুলতানী আমলের একটি উজ্জ্বল
The day corruption goes down the throat, the country will rise to the highest peak
মানবতার ধ্বংসস্তূপ শিল্পী: পেইন্টার জিসান( জন্ম: ২১শে ডিসেম্বর, ১৯৯৭ ) সহযোগী শিল্পী: সাঈদা ফাতিমা চৌধুরী,
ইমেইল অথবা সরাসরি যোগাযোগ করুন!
+8801321-080672
masumru4322@gmail.com
সাতক্ষীরা সদর, সাতক্ষীরা
ডেভেলপ করেছেন: এমআর আইটি হাউজ